রবিবার ০৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ মে ২০২৪ ১৯ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দুর পর অমিত শাহ। ফের উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। ফলে জেলায় না থেকেও এই নির্বাচনে পুরোটাই আছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সিউরিতে বক্তব্য পেশ করতে গিয়ে শুভেন্দুর মুখে উঠে এসেছিল অনুব্রতর নাম। তার কিছু পরেই রামপুরহাটে বক্তব্য পেশ করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, "অনুব্রত অবৈধ কারবার করতেন।" এর পরেই উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, "ভয় পাবেন না। অনুব্রত জেলে আছে। তিহারের হাওয়া খাচ্ছে।" শা
হ"র এই বক্তব্য শোনার পর বীরভূম তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, আসলে অনুব্রত আর তাঁর সংগঠনকে এখনও ভয় পাচ্ছে বিজেপি। তাই বারবার তাঁর নাম ধরে জেলার অন্য তৃণমূল নেতাদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।
এদিনের সভা থেকে শাহ একদিকে যেমন দাবি করেছেন এরাজ্যে বিজেপি
৩০টি আসন পেতে চলেছে তেমনি তার সঙ্গে এটাও বলেছেন এই সংখ্যার আসন পেলেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। তৃণমূলের দিকে আঙুল তুলে শাহ বলেন, সিন্ডিকেট দিয়ে তৃণমূল ভোটে জিততে পারবে না। ছোট থেকে বড়, বীরভূম প্রসঙ্গে একাধিকবার বিজেপি নেতারা কাটমানি আর সিন্ডিকেট নিয়ে তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলেছেন। এদিন শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কাটমানি আর সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তাদের উল্টো করে ঝোলাবে।